প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ৯:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২১, ১:৩৪ পূর্বাহ্ণ
করোনা মুক্ত করোনাযোদ্ধা ডাঃ মাজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস থেকে মুক্ত হলেন করোনার সম্মুখযোদ্ধা ডাঃ এ এন এম মাজহারুল ইসলাম (রুবেল)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে কর্মরত এবং করোনার আবির্ভাবের শুরু থেকে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের অনবরত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার কুলশী গ্রামের কৃতি সন্তান, সুহৃদ সমাজ শাহরাস্তির সম্মানিত উপদেষ্টা,মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ এ এন এম মাজহারুল ইসলাম রুবেল (এফসিপিএস- মেডিসিন) গেল তারিখে বৈশ্বিক মহামারি করোনার থাবায় পড়ে অসুস্থ হয়ে পড়েন।বেশ কিছুদিন চিকিৎসা গ্রহণ করার পর সুস্হতা বোধ করলে সর্বশেষ করা ওনার আরটি পিসিআর রিপোর্টটি নেগেটিভ আসে।
বর্তমানে ডাঃ মাজহারুল ইসলামের শারীরিক দূর্বলতা ছাড়া অন্যান্য উপসর্গসমূহ এখন আর নেই।
এক টেলিফোনিক আলাপচারিতায় তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং ওনার শুভাকাঙ্খীগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পূনরায় কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের চিকীৎসা সেবায় আত্মনিয়োগের আশাবাদ ব্যক্ত করেন এই বিশেষজ্ঞ চিকীৎসক এবং সুস্থ্য থেকে দায়িত্ব পালনের জন্য সবার দোয়া প্রার্থনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com
Copyright © 2025 Manob khabor. All rights reserved.