মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তিতে ভিবিন্ন কোরবানির পশুর হাটে মাস্ক ব্যবহার না করায়, অর্থ দন্ড প্রদান হয়েছে।
শাহরাস্তি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার এর নির্দেশনা মোতাবেক শাহরাস্তি উপজেলার আয়নাতলী ও লোটরা গরুর হাটে স্বাস্থ্যবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ০৫ টি মামলায় ৫ জনকে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
গতকাল ১৮ জুলাই রোববার
উপজেলা প্রশাসনের উদ্যোগে শাহরাস্তি উপজেলার বিভিন্ন কোরবানীর পশুর হাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় মুখে মাস্ক না থাকায় কয়েকজন ক্রেতা ও বিক্রেতাকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আমজাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি থানার কর্মকর্তা ও ফোর্স। এবং ঈদের দিন পর্যন্ত পশুর হাটে যে কেউ মুখে মাস্ক পরিধান না করলে দ্বিগুন জরিমানা করা হবে, অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হবে।