মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ৩৮৬পিস ইয়াবাসহ আল-আমিন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে (সোমবার দিবাগত রাত) উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাকছিপাড়া গ্রামের খালেক মেম্বারের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এদিন আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরন করে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী আল-আমিন ওই বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সোয়া চারটার দিকে ওই ইউনিয়নের সাকছিপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানা পুলিশ। এ সময় খালেক মেম্বারের বাড়ি থেকে মাদক ব্যবসায়ী আল-আমিনকে ৩৮৬ পিস ইয়াবাসহ হাতে-নাতে আটক করে থানার সহকারী উপ-পরির্দশক গোলাম ছামদানী ও ধীমান বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স।
পরে তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার দুপুরে আদালত আটক আল-আমিনের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ বলে, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহৃত আছে। তিনি জনসাধারণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com