• রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন

চাঁদপুর সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

আপডেটঃ : মঙ্গলবার, ১ জুন, ২০২১

রেশমা আকতার:
চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে চাঁদপুর সেতুর উপর থেকে ডাকাতিয়া নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টায় ব্যর্থ হয়েছেন এক নারী। তবে কি কারণে তিনি নদীতে ঝাঁপ দিয়েছেন তা এখনও জানতে পারেনি পুলিশ।

সোমবার দুপুরের পর শহরতলীর গাছতলা নামক এলাকার চাঁদপুর সেতুতে এ ঘটনা ঘটে। ওই নারীর নাম পরিচয়ও জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছরের উপর হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় ওই নারীকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

ওই নারীকে নদী থেকে উদ্ধার করা স্থানীয় বাসিন্দা হৃদয় ও রহিম জানান, আমরা ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম। তখন ওই নারী ব্রিজের উপর থেকে লাফিয়ে নদীতে পড়েন। পরে আমরা সঙ্গে সঙ্গে ব্রিজের নিচে গিয়ে তাকে উদ্ধার করি। তবে ওই নারী এলাকার পরিচিত কেহ নন বলে জানান তারা।

এসআই শাহজাহান বলেন, বর্তমানে ওই নারী অজ্ঞান অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে সুস্থ হলে ঘটনার রহস্য জানা যাবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…