বিশেষ প্রতিনিধি:
হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী পালন করেছে বিএনপি। উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজনে সোমবার বাদ আছর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত করেন, মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফ।
এরপর পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আবুল বাসারের সভাপতিত্বে হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ড. মো. আলমগীর কবির পাটওয়ারী। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা ও আকবর হোসেন মৃধা, পৌর বিএনপির সহ সভাপতি মনির হোসেন ভূঁইয়া।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিসান আহমেদ সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান মো. সোহেল, জহির আহমেদ জহির, ইয়াসিন আরাফাত অনিক ও মো. সাখাওয়াত হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান বেপারী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. হান্নান তালুকদার, সোহেল কাজি প্রমুখ।
এ সময় বিএনপি, যুবদলের অন্যান্য নেতৃবৃন্দসহ ছাত্রদল নেতা মাঈনুদ্দিন তপু, বড়কুল পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব কবির হোসেন মিয়াজী, ইয়াসিন আবির, শরিফ গাজী, ইমরান, শাহ আলম, হোসেন বাবু, কামাল প্রধানিয়া, হাসান কাজী’সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com