• শনিবার, ০৪ মে ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

হাজীগঞ্জে অপহরণের ১ মাস পর কিশোরীকে উদ্ধার, অপহরণকারী আটক

আপডেটঃ : শনিবার, ২৯ মে, ২০২১

 

বিশেষ প্রতিনিধি:

চাঁদপুরের হাজীগঞ্জ থানায় অপহরণের ১ মাস ১১ দিন পর এক কিশোরীকে উদ্ধার করছে হাজীগঞ্জ থানা পুলিশ এবং অপহরণকারীকে আটক করেছে।

(২৮ মে) শুক্রবার ভোরে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ অভিযান চালিয়ে হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় গ্রাম থেকে অপহৃত কিশোরিকে উদ্ধার করে। এসময় অপহরণকারীকে ও আটক করা হয় । আটককৃত অপহরণকারী চাঁদপুর মতলব দক্ষিণ মোবারকদি গ্রামের মো. আমির হোসেনের ছেলে জসিম উদ্দিন (৩৫)।

পুলিশ জানায়, অপহরনকারী টোড়াগড় এলাকায় বাসা ভাড়া থাকতো। ঐ এলাকার মো.আহসান হাবিবের মেয়ে মোসা.সামিয়া আক্তারকে সে পড়াতো। অপহৃত সানজিদার মা জানান, গত ১৪ এপ্রিল আমার মেয়ে হাজীগঞ্জ বাজারে কিছু কেনাকাটা করতে যায়। কেনাকাটা শেষে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে জসিম উদ্দিন তার আমার মেয়েকে তার মোটরসাইকেলের পিছনে নিয়ে চলে যায়। আমি অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, আমরা নিখোঁজ ডায়েরির ভিত্তিতে কাজ করি এবং গোপন সংবাদের ভিত্তিতে টোরাগড় এলাকা একটা পৌরসভার পিছনে একটি বাড়ি থেকে তাঁকে আটক করে আদালতে প্রেরণ করি।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…