• শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন

হাজীগঞ্জে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

আপডেটঃ : শনিবার, ২৯ মে, ২০২১

ফখরুল ইসলাম :

চাঁদপুরের হাজীগঞ্জে ট্রেনের ধাক্কায় মো. জহির কাজী (৪৫) নামের এক মানসিক প্রতিবন্ধী মারা গেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে চাঁদপুর-লাকসাম রেল সড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড এলাকার এনায়েতপুর শৈলখালী রেলব্রীজ সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঁদপুর রেলওয়ে পুলিশকে খবর দেয়। নিহত জহির কাজী ওই ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের কাজী বাড়ির মৃত ফয়েজ কাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর সাড়ে তিনটায় এনায়েতপুর শৈলখালী রেলব্রীজ সংলগ্ন এলাকায় চাঁদপুর থেকে লাকসাম হয়ে চট্টগ্রামগামী ট্রেন সাগরিকার ধাক্কায় জহির কাজী ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের লোকজন নিহতের মরদেহ বাড়িতে নিয়ে আসে।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে চাঁদপুর রেলওয়ে পুলিশকে (জিআরপি) খবর দেয়। এ বিষয়ে পৌরসভার স্থানীয় কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র-২ আজাদ মজুমদার জানান, নিহত জহির কাজী একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি কানেও কম শুনতেন।

চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ উল্যাহ্ বাহার বলেন, দূর্ঘটনায় নিহতের বিষয়টি জানার জন্যে ঘটনাস্থলে উপ-পরিদর্শক (এসআই) কাউছার হোসেনকে পাঠিয়েছি।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…