মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে কন্দাল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে কন্দাল জাতীয় ফসল (আলু, মিষ্টি আলু, ওলকচু, মুখীকচু, পানিকচু, লতিকচু, কাসাভা ও গাছ আলু) চাষে উৎসাহিতকরণ ও উৎপাদন কলাকৌশল, রোগবালাই ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
২০২০-২১ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় হাজীগঞ্জ উপজেলার কৃষক-কৃষাণীদের এই প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো. মাজেদুর রহমান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবীদ মো. আজাদ হোসেন। উপজেলা কৃষি প্রশিক্ষন হলরুমে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৩০ জন কৃষক ও কৃষাণী অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, দেশে ধান ও গমের পরেই কৃষিতে কন্দাল জাতীয় ফসলের অবস্থান। বানিজ্যিকভাবে চাষের পাশাপাশি পারিবারিক ভাবেও কন্দাল জাতীয় ফসলের আবাদ হয়ে থাকে। তাই এই কন্দাল জাতীয় ফসলের উন্নয়নে (আলু, মিষ্টি আলু, ওলকচু, মুখীকচু, পানিকচু, লতিকচু, কাসাভা ও গাছ আলু) দেশের অন্যান্য উপজেলার মতো হাজীগঞ্জে উপজেলায় কৃষক-কৃষাণীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com