• বুধবার, ২৭ মার্চ ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন

হাজীগঞ্জের ১৪ হাজার দুস্থ ও অসহায় পরিবার পেয়েছে নগদ আর্থিক সহায়তা

আপডেটঃ : মঙ্গলবার, ১১ মে, ২০২১

নিজস্ব প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর আনন্দের সঙ্গে উদযাপনে অসহায়, দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে সারা দেশের মতো হাজীগঞ্জে ১৪ হাজার ২শ’ ৪৩ পরিবার পেয়েছে ভিজিএফ’র নগদ আর্থিক সহায়তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ পরিবার প্রতি ১০ কেজি চালের সমমূল্য অর্থাৎ কার্ডপ্রতি ৪৫০ টাকা হারে নগদ আর্থিক সহায়তা পায়। এক্ষেত্রে দুঃস্থ ও অতি দরিদ্র পরিবারকে অগ্রাধিকার দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভিজিএফ কর্মসূচির আওতায় আর্থিক সহায়তা হিসেবে হাজীগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নে ১৪ হাজার ২শ’ ৪৩ জন উপকারভোগীকে নগদ ৪৫০ টাকা করে মোট ৬৪ লাখ ৯ হাজার ৩৫০ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। গত রোববার উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের এই অর্থ সহায়তা প্রদানের মাধ্যমে উপজেলায় বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননিয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিজিএফ কর্মসূচীর আওতায় অসহায়, দুঃস্থ ও অতি দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে নগদ ৪৫০ টাকা বিতরণ করা হয়েছে। তিনি বলেন, শনিবারের মধ্যে সব ইউনিয়নে এই টাকা বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। উল্লেখ্য, ভিজিএফ কর্মসূচির আওতায় সারাদেশের ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি এবং ৩২৮টি পৌরসভার জন্য ১২ লাখ ৩০ হাজার ৭৪৬টিসহ মোট ১ কোটি ৯ হাজার ৯৪৯টি ভিজিএফ কার্ডের বিপরীতে এই বরাদ্দ দেয়া হয়। পরিবার প্রতি ১০ কেজি চালের সমমূল্যে কার্ডপ্রতি নগদ ৪৫০ টাকা হারে আর্থিক সহায়তা প্রদানের জন্য উপজেলাগুলোতে ৩৯৫ কোটি ৬ লাখ ৪১ হাজার ৩৫০ টাকা এবং পৌরসভাগুলোতে ৫৫ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা প্রদান করা হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…