নিজস্ব প্রতিনিধি ॥
কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বুধবার রাতে ৯গরু চোরকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। বৃহস্পতিবার কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন তাঁর নিজ কার্যালয়ে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হচ্ছেন,দক্ষিন বিতারা গ্রামের মৃত লাল মিয়া মুন্সীর ছেলে মোহাম্মদ আলী,চান্দিনা উপজেলার কুদুটি গ্রামের মৃত. লাল মিয়ার ছেলে আবু ইউসুফ,কুটিয়া লক্ষীপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে ইসমাইল হোসেন,সফিবাদ গ্রামের আলী আকবরের ছেলে সেলিম মুন্সী,সফিবাদ গ্রামের মৃত. হাফিজ উদ্দিনের ছেলে জাকির হোসেন,মৃত. আব্দুল সাত্তারের ছেলে আমির হোসেন কেশরকোর্ট গ্রামের মৃত. আব্দুল কাদেরের ছেলে আনোয়ার,মৃত. বশির উদ্দিনের ছেলে ইমাম হোসেন ও কুটিয়া লক্ষীপুর গ্রামের মৃত. তুরাব আলীর ছেলে সফিকুল ইসলাম। তাদের বিরুদ্ধে ৪৫৭/৩৮০ পেনেল কোড ধারায় কচুয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে যার নং- ৩৮,তারিখ: ২৫.০৩.২০২১ ইং। বৃহস্পতিবার তাদের চাঁদপুর জেলহাজতে প্রেরন করা হয়েছে।
কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তাঁর কার্যালয়ে প্রেস বিফ্রিং-এ বলেন, কচুয়ায় প্রতিনিয়ত গরুসহ বিভিন্ন এলাকায় চুরি সংঘটিত হচ্ছে। পাশাপাশি একটি চক্র বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে মাংস বিক্রেতাদের কাছে গরু বিক্রি করছে। এসব চোর চক্রের সদস্যদের ধরতে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এসময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সাবেক সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু,যুগ্ন সাধারন সম্পাদক কাউছার আহমেদ,সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,সদস্য সনতোষ চন্দ্র সেন,ইসমাইল হোসেন বিপ্লব,রাজীব চন্দ্র শীলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।