• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন

ফরিদগঞ্জের সাইফুদ্দিন তালুকদার সৌদিতে করোনায় মৃত্যু

আপডেটঃ : বুধবার, ১০ জুন, ২০২০

শিমুল হাছান:

সৌদি আরবের দাম্মাম শহরে করোনায় আক্রান্ত হয়ে ফরিদগঞ্জ উপজেলার সাইফুদ্দিন আহমেদ তালুকদারের মৃত্যু হয়েছে।
(ইন্নালিল্লাহি…রাজিউন)।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় সৌদিআরবে  দাম্মামের একটি হসপিটালে মৃত্যুবরণ করেন। মরহুমের চাচাত ভাই কুয়েত প্রবাসী মোস্তফা কামাল তালুকদার মৃত্যুর বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন।

মৃত সাইফুদ্দিন তালুকদার ফরিদগঞ্জ এ.আর পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের তালুকদার বাড়ীর মরহুম শামছুদ্দিন আহমেদ তালুকদারের ছেলে।

মরহুম সাইফুদ্দিন তালুকদারের বাড়ী ফরিদগঞ্জ হলেও স্বপরিবারের তারা ঢাকায় থাকতেন বলে জানাগেছে। মরহুমের মৃত্যুতের তার বন্ধু-বান্ধব, সহকর্মী, আত্মীয় স্বজনের পক্ষ থেকে শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…