শিমুল হাছান:
কাকডাকা ভোরে পুলিশের হাঁকডাক আর হইচই শুনে ঘুম ভেঙে যায় প্রতিবেশীদের। অনেকেই ছুটে যান থানার আশপাশে। না, অন্যকিছু নয়। দলবেঁধে শারীরিক কসরত করছেন ফরিদগঞ্জের থানা পুলিশ সদস্যরা।
মঙ্গলবার (৯ জুন) ভোরে এমনই ব্যতিক্রম চিত্র দেখা গেছে ফরিদগঞ্জের থানা চত্বরে। করোনা পরিস্থিতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা ও শারীরিক সক্ষমতা ধরে রাখতে নতুন নিয়মে ফিরেছে বাংলাদেশ পুলিশ। এই জন্য এখন থেকে প্রতিদিন একঘন্টা শারীরিক কসরত করবেন পুলিশের প্রতিটি সদস্য।
ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব জানান, আজ ভোর সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ঘণ্টাব্যাপী টানা এই শারীরিক কসরত শুরু করেছেন। এখানে কর্মরত প্রায় ৪০ জন পুলিশ সদস্য অংশ নিয়েছে বলে জানান তিনি।