• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন

হাজীগঞ্জে করোনায় মৃত ব্যাক্তিদের দাফনকারী রফিক আর নেই

আপডেটঃ : রবিবার, ৩১ মে, ২০২০

 

নিজস্ব প্রতিনিধি :

হাজীগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ ও আক্রান্তে মৃতদের দাফনে নিয়োজিত ওরা ১১ জনের মধ্যে রফিকুল ইসলামের (৪৮) নামে একজনের মৃত্যু হয়েছে।  হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ধেররা-বিলওয়াই গ্রামে নিজ বাড়িতে মারা যান। তবে তার কোন করোনা উপসর্গ লক্ষ করা না গেলেও প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে করোনায় আক্রান্ত হয়েই মারা গেছেন তিনি।

হাজীগঞ্জ উপজেলায় ১১জন মিলে করোনাকালে মৃতদেহ দাফন ও নামাজের জানাজা পড়ানোর ঘোষণা দেন। ওই ১১ জনের মধ্যে রফিকুল ইসলাম একজন ছিলেন। তিনি হাজীগঞ্জ বাজারের আল আকসা টেইলার্সের ‘রফিক ভাই’ বলে সবার কাছে বেশ পরিচিত।

ওই ১১ জনের একজন শিক্ষক শরীফুল হাছান বলেন, রবিবার সকালে রফিক ভাইয়ের শরীর অসুস্থবোধ করেন। নিজেই ছেলেকে নিয়ে বাজারে এসে কয়েকজনের ঋণের টাকা পরিশোধ করেন। পরে বাসায় গিয়ে জিকির করতে করতে দুপুর ১টায় রফিক ভাই মারা যান।

উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে মৃত প্রায় ১০/১২ জনের দাফন কাজে অংশ গ্রহণ করেছিলেন।

শেষ খবর পর্যন্ত জানা যায়, মৃত রফিকুলের দেহ থেকে করোনা টেষ্টের সেম্পল গ্রহনের প্রস্ততি চলছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…