• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন

কচুয়ায় সামাজিক দূরত্ব বজায় রেখে দোকানে গোল বৃত্ত ও জীবানুনাশক স্প্রে

আপডেটঃ : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

কচুয়ার সিংআড্ডা বাজারে সামাজিক দূরত্ব রেখে গোল বৃত্ত এঁকে দিয়েছেন আওয়ামী লীগ নেতা এম.আখতার হোসাইন।

ছবি- মানব খবর

 

 

 

জিসান আহমেদ নান্নু ॥
প্রাণঘাতী করোনায় ভাইরাস আতঙ্কে অনেক ইউনিয়নের সামাজিক দূরত্ব বজায় রাখতে ৬নং উত্তর কচুয়া ইউনিয়নে বিভিন্ন বাজারের দোকানের সামনে গোলবৃত্ত এঁকে সুরক্ষা রেখা টেনে দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাড. এম.আখতার হোসাইন।

 

এসময় তিনি অ্যাড. এম.আখতার হোসাইন বলেন, দেশের মানুষের স্বার্থে প্রতিটি অসহায় মানুষের পাশে দাড়ানো নৈতিক দায়িত্ব। ইউনিয়নবাসী ভালো থাকলে আমরা ভালো থাকব। তাই দেশের এই করুন মূহূর্তে প্রটিতি মানুষ সরকারি নিয়ম মেনে ঘরে থাকুন এবং অন্যদের ভালো রাখুন।

 

ভয়াবহ করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে গতকাল বৃহস্পতিবার তিনি ইউনিয়নের সিংআড্ডা, উজানী, তেতৈয়া, নাহারা বাজারসহ বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে মাস্ক ও বিভিন্ন স্থানে জীবানু নাশক স্প্রে করার পর এবার সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে বিভিন্ন বাজার ও জনগুরুত্ব স্থানে নিজ উদ্যোগে দোকানের সামনে গোল বৃত্ত এঁকে সুরক্ষা রেখা টেনে দিয়েছেন। এসময় আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন বিল্লাল, ইউপি সদস্য আমির হোসেন, ছাত্রলীগ নেতা আবু ইউসুফ মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…