• বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন

মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নে প্রকাশ্যে জুয়ার রমরমা আসর

আপডেটঃ : বুধবার, ১ এপ্রিল, ২০২০

 

স্টাফ রিপোর্টারঃ

বিশ্বজুড়ে নভেল করোনভাইরাসের তাণ্ডবে স্থবির অবস্থা। একই অবস্থা বাংলাদেশেও। নিত্য প্রয়োজনীয় ও ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সবকিছুই। এই আতঙ্কের মাঝেই মতলব উত্তর থানা ফরাজীকান্দি ইউনিয়ন ছোট হলদিয়া গ্রামে স্থানীয় কতিপয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের ছত্র-ছায়ায় চলছে লাখ লাখ টাকার জমজমাট জুয়ার আসর। জুয়াড়িরা প্রকাশ্যে এই আসর বসিয়েছেন। জুয়ার খেলতে এসে অনেকে জড়িয়ে পড়ছেন এলাকার চুরি-ছিনতাইয়ে।এদিকে ফেসবুকে ওই জুয়ার আসরের একটি ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ৩১শে মার্চ মঙ্গলবার স্থানীয়রা জানান,মতলব উত্তর উপজেলা সংলগ্ন ফরাজীকান্দি ইউনিয়ন ছোট হলদিয়া গ্রামে প্রকাশ্যে বসে জুয়ার আসর। স্থানীয় প্রভাবশালীরা জড়িত থাকতে পারে বলে এলাকার অনেকের দাবী। এ ছাড়া মতলব উত্তর থানা ফরাজীকান্দি ইউনিয়ন ছোট হলদিয়া গ্রাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে জুয়ার এই রমরমা আসর। জুয়ার নেশায় পরে দূর-দূরান্ত থেকে পেশাদার জুয়াড়িদের সঙ্গে খেলতে আসে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।যারা জুয়ার বোর্ডে নিজেদের ব্যবসার তহবিলসহ টাকা-পয়সা সব হারিয়ে সর্বশান্ত হয়ে পরে খালি হাতে বাড়ি ফিরতে দেখা গেছে।এদিকে নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা জানান, ওই স্পটে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ লাখ টাকার জুয়া খেলা হয়। জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রভাবশালী ও দুর্ধর্ষ প্রকৃতির হওয়ায় এলাকার সচেতনরা তাদের কাছে অসহায়।তারা আরো জানান, এর আগে এই জুয়ার আসর নিয়ে এলাকাবাসী দফায় দফায় বৈঠক এবং পরে প্রশাসনকে জানিয়েও স্থায়ী কোনো প্রতিকার পায়নি। যদিও একবার স্থানীয় প্রশাসন ও পুলিশ জুয়ার আসর তুলে দিয়েছিলো। কিন্তু পরবর্তীতে ফের জুয়ার আসর বসতে শুরু করে।তাই বিষয়টি অতিগুরুত্ব সহকারে পুুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্টরা নজর দিয়ে এলাকার সামাজিক সুন্দর পরিস্থিতি নিশ্চিত করবেন বলে দাবী সচেতন মহলের।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…