• রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে ৫০ % কম মূল্যে ঔষধ বিক্রি কার্যক্রমের উদ্বোধন

আপডেটঃ : সোমবার, ৩০ মার্চ, ২০২০

 

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগ করোনা ভাইরাস মোকাবেলায় নিম্ন আয়ের মানুষের জন্য চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের অর্থায়নে ৫০ % কম মূল্যে মাস্ক, স্যানিটাইজার ও নির্ধারিত ঔষধ কম মূল্যে বিক্রয় শুরু হয়েছে।

২৯ মার্চ বিকেলে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও চাঁদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মোঃ মাজেদুর রহমান খান। এ সময় তিনি উপস্থিত সকলকে সামাজিক দুরত্ব বজায় রাখার পরামর্শ দেন। কেনাকাটার ক্ষেত্রে সামাজিক দুরত্ব বজায় রাখতে বলেন। তিনি বলে নিম্নবিত্ত মানুষের কল্যানের জন্য আমাদের এ উদ্যোগ। আমরা করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চালু রাখবো। এখান থেকে প্রতিজন দিনে একবার এ সেবাটি নিতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. ছাবেরা ইসলামসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, প্রেস ও ইলেকট্রণিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…