• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন

অবৈধ সম্পদ অর্জনে শফিকুল আলমের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেটঃ : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :

জ্ঞাত আয় বহির্ভূত দুই কোটি ৬৮ লাখ দুই হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগে ধানমন্ডি কলাবাগানের জাহরাত এসোসিয়েটস-এর মালিক মোহাম্মদ শফিকুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক প্রধান কার্যালয় ঢাকার সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, অসৎ উদ্দেশ্যে বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে এক কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৪৭০ টাকা এবং এক কোটি ২৭ লাখ ৫৯ হাজার ১৬৯ টাকা, সর্বমোট দুই কোটি ৬৮ লাখ দুই হাজার ৬৪৪ টাকার অবৈধ সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন করে তা নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…