নিজস্ব প্রতিবেদক:
হাজীগঞ্জে দুই ফার্মেসিকে নগদ ৩০ হাজার টাকা এবং একটি খাবার হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের স্থানীয় রামপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, রামপুর বাজারের শাওন মেডিকেল হলে বেশ কয়েকটি পদের মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখায়, ফার্মেসীর সত্ত্বাধীকারী মো. দুলালকে নগদ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম জেল প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। একই অপরাধে গফুর শাহ্ মেডিকেল হলের ম্যানেজার লক্ষ্মণ চন্দ্রকে নগদ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম জেল প্রদান করা হয়।
এ ছাড়াও একই বাজারের বিসমিল্লাহ হোটেল ও মিষ্টান্ন ভান্ডারে খাবার ও পন্যের মূল্য না থাকায়, হোটেলের সত্ত্বাধীকারী ইকবাল হোসেনকে নগদ ১ হাজার টাকা জরিমানা করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট বৈশাখী বড়ুয়া।