• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন

হাজীগঞ্জে মাদরাসা ছাত্র নিখোঁজ

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

নিজস্ব প্রতিনিধিঃ

হাজীগঞ্জে গত তিনদিন ধরে মো. জাহিদ হাসান (১১) নামের এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছে। গত ১৪ জুন (সোমবার) বাড়ী থেকে মাদরাসার উদ্দেশ্যে বের হয়ে সে মাদরাসায় যায়নি এবং বাড়ীতেও ফিরে আসেনি।

নিখোঁজ জাহিদ হাসান উপজেলার সদর ইউনিয়নের অলিপুর গ্রামের মুন্সী বাড়ীর মো. কাউছার আলম মুন্সীর ছেলে। সে স্থানীয় অলিপুর জাবালে নূর ক্যাডেট মাদরাসার হাফেজ বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন নিখোঁজের বাবা।

নিখোঁজ ছাত্রের বাবা জানান, সোমবার বিকালে জাহিদ হাসান খাবার নেয়ার উদ্দেশ্যে মাদরাসার থেকে বাড়ীতে আসে। এরপর ঘর থেকে বের হয়ে সে মাদরাসায় যায়নি এবং বাড়ীতেও ফিরে আসেনি। নিকট আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ এবং মাইকিং করা হয়েছে। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হেসেন রনি বলেন, নিখোঁজ ছাত্রের বাবা একটি নিখোজ ডায়েরী করছেন। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…