• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন

 সাংবাদিকরা জেলা পুলিশের সদস্য হয়ে কাজ করবে : নবাগত এসপি মাহবুব

আপডেটঃ : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

অমরেশ দত্ত জয়ঃ

চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেছেন,আমরা আচরণ ভদ্র করবো তবে যেকোন বিষয়ে সিদ্ধান্ত নিবো কঠোর । তবে আমরা কথা আর কাজে পুরোটা মিল রেখে কাজ করবো । ৯ আগষ্ট সোমবার চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মাহবুবুর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন । তিনি আরো বলেন,সাংবাদিকদের কাজের ধরন পুলিশের সাথে অনেকক্ষেত্রেই মিলে যায়।তাই এখন থেকে চাঁদপুরের সাংবাদিকরাও জেলা পুলিশের সদস্য হয়ে কাজ করবে প্রত্যাশা করছি । তিনি সাংবাদিকের কাজের বিভিন্ন প্রশংসা তুলে ধরে বলেন,যেসব সাংবাদিকরাই তাদের পেশাগত কাজের সহযোগিতার জন্য আমাদের কাছে তথ্য চাইবেন । আমরা সাংবাদিকদের সেসব তথ্য দ্রুত দিয়ে সহযোগিতা করতে চেষ্টা করবো । আমরা সাংবাদিকবান্ধব পুলিশ ইউনিট তৈরি করতেও কাজ করবো । তিনি চাঁদপুরে মাদক সহ অপরাধমূলক কর্মকান্ড ঠেকাতে পুলিশকে সাংবাদিকরা তথ্য দিয়ে সহযোগিতা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন । পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের পরিচালনায় এ মতবিনিময়কালে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন,চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী,সাধারন সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর,সাবেক সভাপতি ইকরাম চৌধুরী,কাজী শাহাদাৎ,গোলাম কিবরিয়া জিবন প্রমুখ।এ সময় জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…