শাহরাস্তি প্রতিনিধি ঃ
গুজব, ডেঙ্গু, জঙ্গী, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ এবং ট্রাফিক আইন ও সোস্যাল মিডিয়ার ব্যবহার সম্পর্কে ছাত্র -ছাত্রীদের মাঝে জনসচেতনতা সৃষ্টিতে শাহরাস্তিতে সামাজিক সংগঠন সুহৃদ সমাজের উদ্যোগে ধারাবাহিক আলোচনা সভার (দ্বিতীয় পর্ব) রবিবার ০৫ আগষ্ট ২০১৯ইং শাহরাস্তির শীর্ষ বিদ্যাপীঠ টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে সকাল দশটায় অনুষ্ঠিত হয়। টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্যাহ বিএসসি, বিএডএর সভাপতিত্বে এবং সুহৃদ সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জি. মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহার পরিচালনায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন সুহৃদ সমাজের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ কামরুল হাসান বাবু। সুহৃদ সমাজের প্রধান নির্বাহী সাংবাদিক মোঃ হাসানুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ তোফায়েল আহম্মেদ ইরান। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ্ আলম এলএলবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ কামরুজ্জামান ভূঁইয়া, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন। এছাড়াও অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দশম শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্র শুভ দাস। এসময় সুহৃদ সমাজের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কাজী মোঃ রুবেল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল মোহন ও সাংগঠনিক সম্পাদক মোঃ লেয়াকত হোসেন মিয়াজী প্রমূখ।