• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন

শাহরাস্তির রায়শ্রী উত্তর ইউনিয়নে ভিক্ষুক পূর্ণবাসন করে ভিক্ষুকমুক্ত ঘোষনা

আপডেটঃ : সোমবার, ২৯ জুলাই, ২০১৯

মোঃ জামাল হোসেনঃ

শাহরাস্তি রায়শ্রী উত্তর ইউনিয়নে ভিক্ষুক পূর্ণবাসন করে ভিক্ষুকমুক্ত ঘোষনা করেন। ২৯ জুলাই সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভিক্ষুক মুক্ত ঘোষনা কল্পে উনকিলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে।

আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সেলিম পাটোয়ারী লিটনের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান ১ এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মিজানের সঞ্চালণায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্যাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার, শাহ্রাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পল্লি সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক, অফিসার মোঃ নজরুল ইসলাম, উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান সহ ইউনিয়নের ভিক্ষুক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজক সূত্রে জানায় অনুষ্ঠানে ১৩জন ভিক্ষুককে পূর্ণবাসন করে ভিক্ষুকমুক্ত ঘোষনা করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…