• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন

কচুয়ার তুলপাই-দারাশাহী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান্নোয়নে অভিভাবক সমাবেশ

আপডেটঃ : শনিবার, ২৭ জুলাই, ২০১৯

জিসান আহমেদ নান্নু ॥
চাঁদপুরের কচুয়ার তুলপাই-দারাশাহী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রের্নীর শিক্ষার্থীদের আসন্ন নির্বাচনী পরীক্ষা উপলক্ষে শনিবার অভিভাবক সমাবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো. আবু ইউসুফের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিদ্যালয়ের বিদ্যুৎশাহী সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল আজিজ পাটওয়ারী। তিনি বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টায় এ বিদ্যালয়ের লেখাপড়া এগিয়ে নেবো। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার মান্নোয়নে সর্বদা আন্তরিক। আমি মনে করি সকলের সহযোগীতায় এ বিদ্যালয়ের লেখাপড়ার মান এগিয়ে সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ গোলাম সাদেক, দৈনিক যুগান্তরের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. শরীফুল ইসলাম, মোস্তফা কামাল ও বিশ্বনাথ দাস প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, গন্যমান্র ব্যক্তিবর্গসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…