গাজী মমিন, ফরিদগঞ্জ:
ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ পালিত হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) সকালে সাংগঠনিক কার্যালয়ে পতাকা উত্তলন, শেখ রাসেলের ম্যুরাল ছবিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের হত্যাকাণ্ডে শহীদ সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। আলোচনা সভায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মেয়র আবুল খায়ের পাটওয়ারী বলেন, শেখ রাসেল ছোট বয়সেই মানবিক, নেতৃত্বসুলভ আচরণ, পরোপকারী গুনাবলির অধিকারী ছিলেন। বেঁচে থাকলে আজকের ৫৭ বছরের মানুুষটিও হতেন এক অনন্য গুণাবলির ব্যক্তিত্ব। দেশের শত্রুরা ১৯৭৫ সালে ১৫ আগস্ট শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, বিশ্ব ইতিহাসের সবচেয়ে বর্বর ও নির্মমভাবে হত্যাকান্ডে সপরিবারে শিশু রাসেলকেও হত্যা করেছে। তারা বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার চিহ্নটুকুও নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাদের ওই ঘৃণ্য অপচেষ্টা যে শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে-এটি আজ প্রমাণিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুবর রহমানের সাথে সাথে শেখ রাসেলও বেঁচে থাকবে অনির্বাণ ভালোবাসা হয়ে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন পাটওয়ারী, জলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার শহিদ উল্যাহ তপদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজদুা বেগম, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম শেখ প্রমুখ। দোয়া পরিচালনা করেন, ভাটিরগাঁও পাটওয়ারী বাড়ী জামে মসজিদের খতিব,মো. মিনহাজুর রহমান খন্দকার।