• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন

শাহরাস্তিতে কঠোর লকডাউনের ২য় দিনে, মাঠে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ

আপডেটঃ : শুক্রবার, ২ জুলাই, ২০২১

মোঃ জামাল হোসেনঃ

সরকার ঘোষিত বৃহস্পতিবার থেকে ৭ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে শাহরাস্তি উপজেলায় মাঠে নেমেছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশ। ২ জুন শুক্রবার সকাল থেকে শাহরাস্তি উপজেলার বাজারসহ বিভিন্ন বাজারগুলোতে অভিযান চালায় প্রশাসন।
এসময় খোলা থাকা দোকানপাট বন্ধ করে দেওয়া হয় এবং অপ্রয়োজনে বের হওয়ায় কয়েকজন পথচারীকে জরিমানা করা হয়।
করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে বর্তমান প‌রি‌স্থি‌তি‌তে সরকা‌রি বি‌ধি নি‌ষেধ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সারা‌দে‌শের ন‌্যায় শাহরা‌স্তি উপ‌জেলায়ও মোবাইল কোর্ট পরিচালনা চলমান।
এসময় সরকারি নিষেধ অমান্য ক‌রে দোকান খোলা রাখায়, অযথা ঘর হ‌তে বের হওয়ায় এবং মু‌খে মাস্ক প‌রিধান না করায় ক‌য়েক জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এ অভিযান পরিচালনা করেন  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উম্মে হাবীবা মীরা।
উপজেলা প্রশাসন জানায় সরকারি নির্দেশনা কঠোর লকডাউন বাস্তবায়নে আমরা মাঠে নেমেছি। সবাইকে দেশের স্বার্থে সরকারি আইন মেনে চলতে হবে। যত্রতত্র বাড়ি থেকে বের হওয়া যাবে না। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। সরকারি নির্দেশনা না মানলে জেল জরিমানার আওতায় আনা হবে।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…