• শনিবার, ১৩ এপ্রিল ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন

করোনার হাত থেকে বাঁচতে ভারত ছাড়ছেন দলে দলে

আপডেটঃ : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্কর্

ভারতে করোনা মহামারী পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠেছে। দেশটির উত্তর প্রদেশে এখন আর নিভছে না চিতার আগুন। এ পরিস্থিতিতে করোনার হাত থেকে বাঁচতে ভারত ছেড়েছেন দেশটির অনেক ধনী ব্যক্তি।

ভারতীয় গণমাধ্যম বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, ভ্রমণ নিষেধা কার্যকরের আগ মুহূর্তে আকাশপথে পরিবারসহ ধনাঢ্য ব্যক্তিরা দলে দলে দেশ ছেড়েছেন। এদের অধিকাংশের গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য। এরই মধ্যে আরব আমিরাত সরকারের ঘোষণা অনুযায়ী ২৫ এপ্রিল থেকে ১০ দিনের জন্য ভারত থেকে আসা সব ধরনের ফ্লাইট নিষেধাজ্ঞার আগেই দলে দলে বিভিন্ন বিমানে দেশ ছেড়েছেন ধনী ব্যক্তিরা।

বার্তা সংস্থা এএফপিকে এয়ার চার্টার সার্ভিস ইন্ডিয়ার এক মুখপাত্র জানান, ‘বিশেষ ফ্লাইট ও ব্যক্তিগত বিমানে চেপে দেশ ছাড়ার জন্যে ভারতের ধনীরা রীতিমতো উন্মাদের মত আচরণ করছেন। শনিবার (২৪ এপ্রিল) আমাদের ১২টি ফ্লাইট ছিল দুবাইয়ে। প্রত্যেকটি ফ্লাইটের একটি সিটও ফাঁকা যায়নি।’


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…