• সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে কয়লা

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

গাজী মমিন, ফরিদগঞ্জ:
ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে কয়লা হয়েগেছে। স্থানীয় লোকজন ও চাঁদপুর থেকে আগত ফায়ার সার্ভিসের ১ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও, এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ঘটনা টি ঘটেছে ২৩ মার্চ মঙ্গলবার রাত ৯ ঘটিকার সময় উপজেলার বালিথুবা বাজারে।
চাঁদপুর ফায়ার সার্ভিসকর্মী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত প্রায় ৯ টার দিকে একটি দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। এতে মুহূর্তের মধ্যে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম রাত ১০ টায় এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এসময় আগুনে জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, হুমায়ুনের মুদি দোকান এবং লিটন, কাহারের ইলেকট্রিক ও মোবাইল সার্ভিসিং দোকান পুড়ে যায়।

আগুন লাগার সংবাদ পেয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, ঘটনার স্থান পরিদর্শন করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…