• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন

হাইমচরে মোবারক হত্যার প্রধান দুই আসামিসহ আটক ৩জন

আপডেটঃ : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ভিঙ্গুলিয়া গ্রামের গনি মিয়া গাজীর ছেলে মোবারক হত্যা মামলার প্রধান দুই আসামী মহন খান ও রাজন খানকে জয়পুরহাট হিলি স্থল বন্দর থেকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।

এ নিয়ে মোবারক হত্যা মামলার ৩ আসামিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এর আগে ঘটনার রাতেই সোলাইমান নামে আরেক আসামীকে আটক করে পুলিশ।

সোমবার (২২ মার্চ) ভোরে হাইমচর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার হিলি থেকে ২ আসামিকে আটক করে হাইমচর থানায় নিয়ে আসে।

এদিকে ২০ মার্চ শুক্রবার রাতে এলাকার থেকে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার অন্যতম আসামি সোলেমান জমাদারকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, যে গত ২০ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের মিজান খানের ছেলে মহন খান ও রাজন খান পূর্বের শত্রুতার জেরে ছুরি দিয়ে গনি গাজী ছেলে মোবারককে হত্যা করে। স্থানীয় লোকজন মোবারককে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

দুই আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…