• মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন

বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : মাইনুল হোসেন খান নিখিল

আপডেটঃ : শনিবার, ২ জানুয়ারি, ২০২১

মনিরুল ইসলাম মনির :
করোনাভাইরাস মহামারীর কারণে বাংলাদেশে এবার কোন বই উৎসব না হলেও শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়া হয়েছে বলে জানান বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল।
তিনি শুক্রবার (১ জানুয়ারী) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিনামূল্যে পাঠ্যবই বিতরণকালে এ কথা বলেন।
তিনি বলেন, প্রত্যেক ক্লাসের জন্য তিন দিন বরাদ্দ থাকবে। স্কুল কর্তৃপক্ষ একটি ক্লাসের শিক্ষার্থীদের তিনটা গ্রুপে ভাগ করে দিবে। একেকটি গ্রুপে একেক দিনে স্কুলে এসে বই নিয়ে যাবে। তবে প্রাথমিকে শিক্ষার্থীরা স্কুলে আসবে না। তাদের অভিভাবকরা স্কুলে এসে বই নিয়ে যাবে। এতে জনসমাগম হবে না। বই বিতরণের পুরো প্রক্রিয়াা স্বাস্থ্যবিধি মেনে করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরে মাইনুল হোসেন খান নিখিল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় দক্ষ মানবসম্পদ উন্নয়নে শিক্ষার উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। স্কুলে নতুন নতুন ভবন নির্মাণ, উপবৃত্তি প্রদান, বিনামূল্যে বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আরিফ উল্লাহ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…