• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন

ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী নির্বাচনে পছন্দের প্রার্থী নির্বাচন করতে আনন্দ উল্লাসে ব্যবসায়ীরা

আপডেটঃ : বুধবার, ২১ অক্টোবর, ২০২০

গাজী মমিন, ফরিদগঞ্জ:
ফরিদগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন। দীর্ঘ ১৫ বছর পূর্বে এমনই একটি নির্বাচন হয়। নানান জনের দাবী থাকা সত্ত্বেও, এরপর আর নির্বাচন হয়নি। তফসিল অনুযায়ী আজ ২১-এ অক্টোবর সকাল ৮টা হতে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ের ৩টি কক্ষে ভোট গ্রহণ শুরু হবে। নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করছে ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষ। ইতি মধ্য নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বীতাকারী ২৭ জন প্রার্থী বিভিন্ন প্রতীক ও গুরুত্বপূর্ণ পদনিয়ে লড়েছেন নির্বাচনের মাঠে। হ্যান্ড বিল, পোষ্টার, ব্যানার, নিজস্ব মেধা ও মনোরঞ্জন ছন্দের তালে মাইকে প্রচারের মাধ্যমে ভোটারদের দৃষ্টি কামনা করে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের প্রচারনা চিলো তুঙ্গে।

নির্বাচনে সভাপতি পদে ফারুকুল ইসলাম (ছাতা), শাহাদাত হোসেন (মোবাইল), সহসভাপতি পদে মো. আলী হায়দার পাঠান (টিপু) (টেবিল), মো. শফিকুর রহমান মৃধা (গোলাপ ফুল), মো. মাসুদুর রহমান (চেয়ার), সাধারণ সম্পাদক পদে মো. অহিদুর রহমান পাটওয়ারী (আনারস), মো. মিজানুর রহমান বাবুল (চশমা), মো. নুরুল আমিন পাটওয়ারী (মোমবাতি), সহসাধারণ সম্পাদক পদে মো. শিমুল পাটওয়ারী (বই), আবুল হোসাইন (দোয়াত কলম), সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ার হোসেন (টিয়া পাখি), নজরুল ইসলাম (মোরগ), কোষাধ্যক্ষ পদে মো. সোহেল পাটওয়ারী (আম), আবুল হোসেন (চাকা), দপ্তর সম্পাদক পদে ফিরোজ আলম (জগ), মাইনুল হাছান (কাপ পিরিচ), প্রচার সম্পাদক পদে খলিলুর রহমান (মাইক), ক্রীড়া সম্পাদক পদে জিয়াউর রহমান (ফুটবল), সমাজ কল্যাণ সম্পাদক পদে ওমর ফারুক (কলস), নাছির উদ্দীন হাজারী (চাপকল), সদস্য পদে আনিছুর রহমান পাঠান (তালা), মেহেদি হাছান (উড়োজাহাজ), মনির হোসেন (হরিন), সালাম মিজি (হাতপাখা), আতিক উল্যাহ (কম্পিউটার) ও হাজী মোস্তফা (বাঘ) প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচনে লড়ছেন।

এদিকে, কয়েকটি পদে কোনো একের অধীক প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই বলে কমিশন সূত্রে জানা গেছে। তারা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হলেও, কমিশন-এর তরফ থেকে এখনও ঘোষণা দেয়া হয়নি। নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক তথ্য প্রাপ্তির ভিত্তিতে তাদের তালিকার জানানো হবে।
ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক পৌর সচিব এ.কে.এম খোরশেদ আলম জানিয়েছেন, ফরিদগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচন গত ১০ মার্চ নিবার্চন তারিখে হওয়ার কথা থাকলেও সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হওয়ারপর দেশে চলমান করোনা মহামারী ভয়ঙ্কর রূপ ধারন করার কারনে প্রশাসনিক উর্ধতন কর্তৃপক্ষের নিদের্শে ওই মাসেই নির্বাচনের পূর্ব মহুর্তে প্রার্থীদেও নিয়ে জরুরী আলোচনার মধ্যদিয়ে নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয়। ইতিমধ্যে করোনা ভাইরাসের প্রকপ কিছুটা কমে আসার কারনে উর্ধতন কর্তৃপক্ষের দিক নির্দেশনার আলোকে ২১ অক্টোবর নির্বচানের দিন ঘোষণা করা হয়েছে।
বাজার পরিচালনা কমিটির নির্বাচনের বিষয়ে পৌর মেয়র মাহফুজুল হক জানিয়েছেন, ব্যবসায়ীরা চায় নিরপেক্ষ একটি নির্বাচন। ব্যবসায়ীগণ যাতে হাসিমুখে ভোটের ফলাফল মেনে নিতে পারে- এমন একটি নির্বাচন উপহার দেয়ার জন্য কমিশনকে আহবান করেছি। ভোটারদের চিন্তা চেতনায় যাকে সৎ ও যোগ্য বলে মনে করবেন, তাকে তারা ব্যালটের মাধ্যমে নির্বাচিত করবেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…