• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন

মেজর রফিক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মানে কাজ করে যাচ্ছেন : মেয়র লতিফ

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামীলীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক হাজী আঃ লতিফ বলেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের বাংলাদেশের হাল ধরেছেন। তিনি জাতীর জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মানে নিরলস কাজ করে যাচ্ছেন। শাহরাস্তি-হাজীগঞ্জের গনমানুষের নেতা, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি এই এলাকার উন্নয়নে দিনরাত কাজ করছেন। তিনি তিনি শুধু উন্নয়নই করছেন এ কথা বললে হবে না। তিনি আমাদের একটি দেশ উপহার দিয়েছেন। বঙ্গবন্ধু ৭ মার্চ রেসকোর্স ময়দান হতে যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন সে ডাকে ঝাঁপিয়ে পড়ে শত্রুমুক্ত স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। তিনি এই এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছেন। এখানকার ১০১ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯৫ টিতে নতুন ভবন উপহার দিয়েছেন। ৫২ টি স্কুল মাদ্রাসার মধ্যে ৪২ টিতে নতুন ভবন হয়েছে। ৪টি কলেজে নতুন ভবনসহ এই এলাকায় শিক্ষার আধুনিকায়নে সংসদ সদস্য মহোদয় কাজ করেছেন। ১৪৫ কোটি টাকা ব্যায়ে শাহরাস্তির প্রধান সড়ক নির্মান করেছেন। তিনি একজন সেক্টর কমান্ডার হয়ে দেশকে মুক্ত করতে যেভাবে কাজ করেছেন আজকে এলাকার প্রতিটি ইঞ্চি জায়গার উন্নয়নে নিজের সর্বোচ্চ আন্তরিকতাটুকু দিয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর উন্নয়নের ফিরিস্তি ২/১ ঘন্টার বক্তব্যে শেষ করা সম্ভব নয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৬ কোটি টাকা ব্যায়ে চিতোষী পূর্ব ইউপি অফিস-পানচাইল হতে খেড়িহর বাজার পর্যন্ত ভায়া কাদরা বাজার ৪.৬২ কিলোমিটার রাস্তার সাইট ঠিকাদারি প্রতিষ্ঠানের এমআরসি-এমআই (জেভি) উপস্থিতে কাজ শুরুর প্রক্রিয়া ও সরেজমিন পরিদর্শনকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের সাবেক ডিজিএম শাহরাস্তির কৃতী সন্তান মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা প্রকৌশলী মোঃ রেজওয়ানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, ঠিকাদারি প্রতিষ্ঠানের এমআরসি-এমআই (জেভি)স্বত্বাধিকারী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মঈনুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান মানিকসহ ইউনিয়ন-ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, চিতোষী পূর্ব ইউপি অফিস-পানচাইল হতে খেড়িহর বাজার পর্যন্ত ভায়া কাদরা বাজার ৪.৬২ কিলোমিটার রাস্তার পাকাকরন এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী ছিল। রাস্তার ভূমি দখল সংক্রান্ত জটিলতায় বারবার এই উন্নয়ন প্রকল্পটি বাতিল হয়ে যাওয়ায় রাস্তার পাকাকরন বেশ কয়েক বছর পিছিয়ে যায়। স্থানীয় জনগনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে শাহরাস্তি-হাজীগঞ্জের গনমানুষের নেতা, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি এই রাস্তা নির্মানে সময়োচিত পদক্ষেপ গ্রহনের ফলে চিতোষী পূর্ব ইউনিয়নের সাথে চিতোষী পশ্চিম ইউনিয়নের আরও একটি সংযোগ সড়ক যুক্ত হলো। আগামী ২৮ সেপেম্বর তিনি এই সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…