• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন

মাদকমুক্ত রাখতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে : নাসির উদ্দিন মৃধা

আপডেটঃ : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভা অনুষ্ঠিত হয়। ৭ আগস্ট শুক্রবার বিকালে ছেংগারচর পৌর আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সহ-সম্পাদক সরকার আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলাকমিউনিটি পুলিশিং কমিটির প্রধান সমন্বয়কারি ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা।
বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা, সহ-সভাপতি সরকার মো. আলাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ছেংগারচর পৌর কমিটির সাধারণ সম্পাদক এড. মহসীন মিয়া মানিক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক কামরুল হাসান, দপ্তর সম্পাদক আলহাজ¦ শেখ ফরিদ বেপারী, কোষাধক্ষ্য আব্দুল মালেক খান, সুলতানাবাদ ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সাফুল ইসলাম স্বপন, ইসলামবাদ ইউনিয়নের সভাপতি নুরুল আমিন পাটোয়ারী, ফতেপুর পশ্চিম ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ফতেপুর পূর্ব ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদীন, জহিরাবাদ ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুস সাত্তার মাস্টার, এখলাছপুর ইউনিয়ন কমিটির সভাপতি এড. জসিম উদ্দিন, মোহনপুর ইউনিয়নের সভাপতি কাজী মাহবুবুর রহমান, কলাকান্দা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক মেহেদী মাসুদ, দুর্গাপুর ইউনিয়নের সাধারন সম্পাদক শফিকুল ইমলাম, বাগানবাড়ী ইউনিয়নের সভাপতি বাবুল হোসেন, ষাটনল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সাধারন সম্পাদক লোকমান ঢালী, গজরা ইউনিয়ন কমিটির সহ-সভাপতি শামসুল আলম মাষ্টার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে সবাই সবাই সক্রিয়ভাবে কাজ করবে। মতলব উত্তর উপজেলাকে মাদকমুক্ত রাখতে যে যার অবস্থান থেকে ভূমিকা রাখবেন।
এ ছাড়াও এই বন্যায় বেড়িবাঁধ রক্ষায় সবাই সক্রিয়ভাবে কাজ করবেন বলে অঙ্গিকার ব্যক্ত করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…