• সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন

কচুয়া উপজেলা চেয়ারম্যানের পদ পূর্নবহালের দাবিতে মানববন্ধন অব্যাহত

আপডেটঃ : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

কচুয়া : কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের পদ পূর্নবহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

জিসান আহমেদ নান্নু,কচুয়া ॥
কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের পদ পূর্নবহালের দাবিতে ৮ম দিনের মতো মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে উত্তাল হয়ে উঠেছে এলাকাবাসী। শুক্রবার বিকালে ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নে প্রসন্নকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তরা শাহজাহান শিশিরের সাময়িক বরখাস্ত প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহালের দাবি জানান ও শিক্ষা প্রকৌশলের সহকারী প্রকৌশলী নূর আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। একই সাথে কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬তলা বিশিষ্ট নির্মানাধীন ভবনের অনিয়মের বিষয়টি তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য কালে পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মফিজুর রহমান বলেন, উপজেলা চেয়ারম্যানের জনপ্রিয়তা দেখে কিছু লোক ঈর্ষান্বিত হয়ে তাঁর ঘোর বিরোধিতা করছেন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনেও নানা ভাবে বিরোধিতা সত্ত্বে নৌকা প্রতীকে শাহজাহান শিশির বিপুল ভোটে দ্বিতীয় বারের মতো উপজেলা চেয়ারম্যান হয়েছেন। সকল অপশক্তি পিছনে ফেলে শাহজাহান শিশির কচুয়ায় ফিরবেন বীরের বেশে।
ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মো: মোস্তফা কামাল প্রধান বলেন, অন্যায় অনিয়মের প্রতিবাদ করাই কাল হলো শাহজাহান শিশিরের। তিনি যদি সেদিন স্কুলের নির্মান কাজের অনিয়মের প্রতিবাদ না করতেন তাহলে তাকে বরখাস্ত হতে হতো না। পৃথিবীর ইতিহাসে নজির অনিয়মের প্রতিবাদ করায় কোনো ধরনের তদন্ত ছাড়াই একজন জনপ্রতিনিধিকে বরখাস্ত করা। আমরা অবিলম্বে শাহজাহান শিশিরকে তাঁর স্বপদে বহাল করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, যুবলীগ নেতা ও বিশিষ্ট ঠিকাদার মো: সফিকুল ইসলাম খান,ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক আরিফ খান জয়,মাঈন উদ্দিন ঢালী,ছাত্রলীগ নেত্রী মার্জিনা আফরোজ মীম প্রমুখ। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক দুলাল মিয়া,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন,যুবলীগ নেতা জিল্লুর রহমান জিল্লু, ওমর ফারুক ডন, ফারুক হোসেন,উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুব বেপারী,বিতারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিঞা মো: সোহেল,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,ছাত্রলীগ নেতা জিদান,তুহিন, সফিউল্যাহসহ একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…