• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন

কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির সাময়িক বহিষ্কার!

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশিরকে সাময়িক বহিস্কার করা হয়েছে। শিক্ষা প্রকৌশল বিভাগের দায়িত্বরত উপ-সরকারী প্রকৌশলী নূর আলমকে পিটিয়ে আহত করায় বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় এ আদেশ দেয়।
উপ-সচিব মো. জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক স্মারকে তার বিরুদ্ধে এ আদেশ দেয়া হয়। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সহকারী প্রকৌশলী নূর আলমকে পিটিয়ে আহত করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। যেহেতু চেয়ারম্যান উপজেলা পরিষদ, কচুয়া চাঁদপুর কর্তৃক সম্পাদিত এমন কর্মকান্ডে উপজেলা পরিষদে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে হতাশা এবং ক্ষোভের সৃষ্টি করতে পারে। যা সার্বিকভাবে উপজেলা পরিষদের কার্যক্রম বাস্তবায়নে অচল অবস্থার সৃষ্টি এবং জনস্বার্থ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশংকা রাখে। সেহেতু কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর সংশোধিত ২০১১ এর ১৩ (খ) ধারা অনুসারে কার্যক্রম শুরু করা হয়েছে এবং যেহেতু তার এ পদে বহাল থেকে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করা রাষ্ট্র বা পরিষদের স্বার্থে হানিকর সরকার ও জনস্বার্থে তাকে তার স্ব¦ীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এব্যাপারে মো. শাহজাহান শিশির বলেন, আমি ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাবো। বিজ্ঞ আদালতের মাধ্যমে আপিল করবো।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…