• সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ১২:৪২ অপরাহ্ন

ফরিদগঞ্জের খাঁন বাহাদুরের ওজন ৩৫ মণ ॥ দাম হেঁকেছেন ২৫ লাখ

আপডেটঃ : বুধবার, ১৫ জুলাই, ২০২০

গাজী মমিন, চাঁদপুর ফরিদগঞ্জ:
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করে প্রস্তুত করা হয়েছে বিভিন্ন জাতের গরু। কোরবানীর জন্য গরু বিক্রির অপেক্ষায় রয়েছেন খামারীরা।
এদিকে, উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে ৩৫ মণ ওজনের একটি ষাঁড় গরু দাম ২৫ লাখ টাকা হেঁকেছেন খামারি সফিউল্যাহ খাঁন।
শখের বসত তিনি কালো রঙের বিশাল এ গরুটির নাম রেখেছেন খাঁন বাহাদুর। জানা যায়, ক্ষুদ্র ব্যবসায়ী সফিউল্ল্যাহ খাঁন জেলার শহরমালীর হাট থেকে উন্নত জাতের এই ষাঁড় বাঁচুরটি কিনেছিলেন। ৪ বছর তিনি গরুটিকে লালন পালন করে বড়
করেছেন। এখন গরুটির ওজন ৩৫ মণ। গরুটি লম্বা ৯ ফিট ও উচ্চতা ৬ ফিট।
এবিষয়ে সফিউল্লাহ খাঁন বলেন, উন্নত জাতের ষাঁড় গরুটিকে বর্তমানে দিনে পাঁচশ টাকার খাবার দেওয়া হয়। কয়েক দিন
আগে কয়েকজন গরু ব্যবসায়ী গরুটিকে দেখে যান। আমি গরুর দাম চেয়েছি ১৫ লাখ টাকা। ক্রেতারা বিভিন্ন দাম বলছে।
এদিকে, খাঁন বাহাদুরকে দেখতে প্রতিদিন আশপাশের কয়েক গ্রাম থেকে আসা লোকজন ভিড় করছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…