• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন

হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী

আপডেটঃ : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০

হাইমচর প্রতিনিধি ॥
ব্যাপক উৎসব মুখর ও ৩ স্তরের নজির বিহীন নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএম পদ্ধতিতে হাইমচরে শান্তিপূর্ন ভাবে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদে ২য় বারের মত নৌকা প্রতীক নিয়ে নূর হোসেন পাটওয়ারী ৪৪২৮ ভোট বেশি পেয়ে জয় লাভ করেছেন। ভাইস চেয়ারম্যান হিসেবে আওয়ামীলীগ সমর্থিত মাইক প্রতীক নিয়ে জাহাঙ্গীর বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে শাহনাজ বেগম জয় লাভ করেছেন। সোমবার সকাল ৯টা হতে শুরু হয়ে একটানা বিকেল ৫টা পর্যন্ত ৩১টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রাপ্ত ফলাফলে আওয়ামীলীগ মনোনীত নূর হোসেন পাটওয়ারী নৌকা প্রতীক নিয়ে ১৬ হাজার ১শত ৫১ ভোট পান, তার নিকটতম প্রতিদ্বন্ধী মোতালেব জমাদার আনারস প্রতীক নিয়ে ১১ হাজার ৭শত ২৩ ভোট পান। ভোটের ব্যবধান ৪৪২৮। ধানের শীষ প্রতীক নিয়ে ইসাহাক খোকন ৪ হাজার ২শত ১৭ ভোট পান।
ভাইস চেয়ারম্যান পুরুষ মাইক প্রতীক নিয়ে জাহাঙ্গীর হোসেন বেপারী ১৯ হাজার ১শত ৬৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক পেয়েছেন ৮হাজার ৪শত ৪৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী তালা প্রতীকের কামরুল ইসলাম পেয়েছেন ২৭শত ৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাঁস প্রতীক নিয়ে ১৭ হাার ২শত ৬৮ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ধানের শীষের প্রার্থী ১৪ হাজার ৬শত ৭৩ ভোট পেয়ে পরাজীত হন।

৩ স্তরের নিরাপত্তায় তিন প্লাটুন বিজিবি, র‌্যাবের ১০টি মোবাইল টিম, বিপুল পরিমান পুলিশ এবং আনসার সদস্য নির্বাচনি মাঠে কাজ করেছেন। ভোটারদের উৎসব মুখর পরিবেশে নিজের পচন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারায় মহা খুশি হতে দেখা গেছে। অত্যন্ত সুখ্য পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় কুয়াশার ভিতর দিয়ে নারী-পুরুষ ভোটারগন ভোট কেন্দ্রে হাজির হয়ে তাদের পচন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন।

হাইমচর উপজেলা বাসী এবং সম্মানীত ভোটারগনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এক প্রতিক্রিয়া চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন, আমার প্রিয় হাইমচর বাসী উন্নয়নের জোয়ারকে আরো গতিশীল করতে এবং ডা. দীপু মনি এমপির হাতকে শক্তিশালী করতে যে ভোট বিপ্লব দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।

নৌকার বিজয় মানে উন্নয়নের বিজয়। এ বিজয় পুরো হাইমচর বাসীর বিজয়। ভোটারদের দেয়া আমানত আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করবো। ইতিপূর্বে আমি হাইমচর বাসীর সুখ দুঃখ ভাল মন্দে ছিলাম। আগামী দিনে আমি হাইমচর বাসীর সকল উন্নয়নমূলক কাজে কর্মে অংশীদার হবো।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…