হাইমচর প্রতিনিধিঃ
হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার এ তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণের তারিখ হচ্ছে ১৩ জানুয়ারি সোমবার। পূর্ণাঙ্গ তফসিল হচ্ছে : ১২ ডিসেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৫ ডিসেম্বর রোববার মনোনয়নপত্র বাছাই, ২২ ডিসেম্বর রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ২৩ ডিসেম্বর সোমবার প্রতীক বরাদ্দ এবং ১৩ জানুয়ারি সোমবার ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের আদেশক্রমে উপ-সচিব মোঃ আতিয়ার রহমানের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন গতকাল জারি করা হয়।

Share This post