• সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

টেকনাফে পুলিশের সঙ্গে‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

আপডেটঃ : শুক্রবার, ৭ জুন, ২০১৯

বিশেষ সংবাদদাতা :

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল অস্ত্র, গুলিসহ বিপুল ইয়াবা পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৭ জুন) ভোরে টেকনাফের সাগর উপকূলীয় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উখিয়ার থ্যাংখালী রোহিঙ্গা সি-ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে শামসুল আলম (৩৫), একই ব্লকের মোক্তার আহমদের ছেলে নুরে আলম (২১) ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে মো. হাবিব (২০)।

পুলিশ জানায়, টেকনাফের সাগর উপকূলীয় এলাকা দিয়ে একটি ইয়াবার চালান আসবে এমন খবরে অভিযানে যায পুলিশ। এ সময় পুলিশের অবস্থান টের পেয়ে গুলি ছোঁড়ে মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবাসহ তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।’


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…