• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ফণীর প্রভাবে বজ্রপাতে নিহত ৬

আপডেটঃ : শনিবার, ৪ মে, ২০১৯

মানব খবর রিপোর্ট:

বজ্রপাতে কিশোরগঞ্জ জেলার তিন উপজেলায় এক শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার এদের সবার মৃত্যুই ফসলের মাঠে হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহতরা হলেন- পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের কুর্শ্বাকান্দি এলাকায় আসাদ মিয়া (৬০), চরফারাদি ইউনিয়নের আলগিরচর গ্রামের আবদুল হালিমের মেয়ে নুরুন্নাহার (৩০), এন্তাজ মিয়ার ছেলে মুজিবুর রহমান (১৭)

ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের কাঠৈর নতুনহাটা গ্রামের রাখেশ দাসের ছেলে রুবেল দাস (২৮), মিঠামইন উপজেলার বৈরাটি এলাকার গোলাপ মিয়ার ছেলে মহিউদ্দিন (৩৮) এবং কেওয়ারজোর এলাকার এবাদ মিয়ার ছেলে সুমন মিয়া (৯)।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাত ঘটে। অন্যদিকে দুপুর ২টার দিকে ইটনা ও মিঠামইন উপজেলায় বজ্রপাতের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে।

পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ, ইটনা থানার ওসি মুর্শেদ জামান ও মিঠামইন থানার ওসি জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…