• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন

হাজীগঞ্জে উৎসবমূখর পরিবেশে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

আপডেটঃ : শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯

মো.মজিবুর রহমান:

হাজীগঞ্জে উৎসবমূখর পরিবেশে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে প্রধান শিক্ষক মো: জাহাঙ্গির আলম ১২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাশ পেয়েছেন ১২৬ ভোট ও প্রধান শিক্ষক ফয়জুল ইসলাম পেয়েছেন ১১২ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে মো: মনিরুজ্জামান পাটওয়ারী ১৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী মো: আবু কাইয়ূম পেয়েছেন ১৩৮ ভোট ও মো: আবুল কাশেম মজুমদার পেয়েছেন ২৮ ভোট। সহ-সভাপতি পদে(৫ জন) মো: জয়নাল আবেদীন ২৩২ ভোট, মো: আব্দুল মোতাল্লেব ভূঁইয়া ২৩০ ভোট, মো: শাহ আলম বেপারী ২২৯ ভোট, মো: ইসমাইল হোসেন সরদার ২০৫ ভোট ও মো: শাহ পরান ১৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি মো: দেলোয়ার হোসেন মিয়াজী ১৬২ ভোট ও মো: মিজানুর রহমান ১৫৮ ভোট পেয়েছেন। সম্পাদক পদে মো: আ: হক ১৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দি মো: সেলিম মিয়া পেয়েছেন ১১২ ভোট ও মো: বিল্লাল হোসেন পেয়েছেন ৮৮ ভোট। যুগ্ম-সম্পাদক পদে(২টি) মো: মঈনুল হোসেন ১৯৫ ভোট ও মো: ফজলুর রহমান ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি অমর কৃষ্ণ শীল পেয়েছেন ১২০ ভোট ও মাইনুদ্দিন পেয়েছেন ৯৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে অশিষ চন্দ্র মজুমদার ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি মো: মনিরুদ্দিন মিয়া পেয়েছেন ১৫৮ ভোট। অর্থ সম্পাদক পদে আ.ন.ম. মাহবুব এলাহী ২২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি মো: খোকন মজুমদার পেয়েছেন ১৩২ ভোট। দপ্তর সম্পাদক পদে মো: মাইন উদ্দীন মিয়াজী ২০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি মো: জাহাঙ্গির আলম পেয়েছেন ১৪৩ ভোট। সহ-দপ্তর সম্পাদক পদে মো: জাকির হোসেন মিজি ২১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি মো: সরোয়ার আলম পেয়েছেন ১২৪ ভোট।

সমাজ কল্যাণ সম্পাদক পদে মো: জসীম উদ্দিন বিএসসি ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি মো: ওমর ফারুক পেয়েছেন ১৫৪ ভোট। প্রচার সম্পাদক পদে মিল্লাত হোসেন মুন্সী সর্বোচ্চ ২৩০ ভোট পেয়ে বিজয়ী হিয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি সুমন চন্দ্র সাহা পেয়েছেন ১২৫ ভোট। জানা গেছে, রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত সহকারি শিক্ষক প্যানেলে ১৫ টি পদে ১৫ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ১১ টি পদে ৩২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন। রিটার্ণিং অফিসার রামপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ আহমদ বিষয়টি নিশ্চিত করেন। সহকারি রিটার্নিং অফিসার মালীগাঁও উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোস্তফা কামাল, প্রিসাইডিং অফিসার বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিউদ্দিন পাটওয়ারী, সহকারি প্রিসাইডিং অফিসার বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের সিনিয়র শিক্ষক মো: ইব্রাহীম ও হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহা: আকবার হোসেন দায়িত্ব পালন করছেন।

সহকারি শিক্ষক প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো: ইউনুছ মিয়া, সহ-অর্থ সম্পাদক পদে মো: মহিউদ্দিন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক পদে মো: শরীফ আহম্মেদ খাঁন, সহ-প্রচার সম্পাদক পদে মো: তাজুল ইসলাম, খেলাধুলা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো: সফিকুল ইসলাম, সহ-খেলাধুলা ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিজয় কৃষ্ণ মজুমদার, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মো: জাকির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পদে বেগম নুরে হাসনা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক পদে দিপ্তী রানী সাহা, নির্বাহী সদস্য পদে মো: মজিবুর রহমান, আবদুছ ছাত্তার, রাধা রমন ভৌমিক, মো: জাকির হোসেন, মো: রবিউল আউয়াল, মো: হাবিবুর রহমান। প্রধান শিক্ষক প্যানেলে কেউই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হননি।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…