• সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন

চাঁদপুরে নিষিদ্ধ সময়ে মাছ আহরন করায় ৬ জেলের কারাদন্ড

আপডেটঃ : রবিবার, ১০ মার্চ, ২০১৯

চাঁদপুর প্রতিনিধি : জাটকা মাছ রক্ষায় সরকার ঘোষিত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস চাঁদপুরের ষাটনল থেকে হাইমচর উপজেলা লক্ষীপুর জেলার চরআলেকজান্ডার পর্যন্ত ১শ’ কিলোমিটার নদী এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এই দুই মাস অভয়াশ্রম চলাকালে নদীতে সকল প্রকার জাল ফেলে মাছ ধরা নিষিদ্ধ।

শুক্রবার চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মো. আবু তাহের খানের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা কয়েক ঘন্টা চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ১টি নৌকা ও ৫ কেজি জাটকা মাছ জদ্ব করেন।

একই সাথে জাটকা আহরণকালে রাজরাজেশ্বর ইউনিয়নের ঢালীকান্দি ও বেপারী কান্দির ৬ জন জেলেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ইয়াছিন সর্দার, বিল্লাল পেদা, আনোয়ার হোসেন, শাহেদ আলী বেপারী, রশিদ সরকার, নিজাম ওসমান সরকারকে আটক করা হয়। ওইদিন দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান চাঁদপুর নৌ থানায় ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃত প্রত্যেক জেলেকে মৎস্য সংরক্ষণ আইনে ১ মাসের করে বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছে। আটক জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…