• সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

হাজীগঞ্জে জাওয়াদের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে জনদূর্ভোগ

আপডেটঃ : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিনিধি
বঙ্গপোসাগরে সৃষ্ট নিন্মচাপ ঘূর্ণিঝড় জাওয়াদ দূর্বল হয়ে গভীর নিন্মচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে গত দুই ধরে হাজীগঞ্জে টানা দুই দিন বৃষ্টি হচ্ছে। সোমবার দিনব্যাপী থেমে থেমে মাঝারি ধরনের মুষলধারে বৃষ্টি হয়। আজ মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হতে থাকবে। ফলে তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানা গেছে।
এর আগে জাওয়াদের প্রভাবে রোববার দিনে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও এদিন রাত থেকে সোমবার দিনব্যাপী থেমে থেমে মুষলধারে মাঝারী বর্ষণ শুরু হয়েছে। আকাশ সার্বক্ষণিক মেঘাচ্ছন্ন থাকায় দুই দিন ধরে সূর্যের দেখা মেলেনি। এতে করে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন এবং বেড়েছে শীতের তীব্রতা। বিশেষ করে অনাকাঙ্খিত এই বৃষ্টির ফলে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা।
সড়কে যানবাহন সংকট আর তার সাথে উপজেলার বিভিন্ন স্থানের কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে সকাল সকাল ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও সাধারণ মানুষজন। এ ছাড়াও এই দুই দিন বাজারে আসা ব্যবসায়ীরা দিনভর কাটিয়েছেন বেকার সময়। সন্ধ্যার পরেই অধিকাংশ ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে চলে গেছেন। দিনভর ব্যস্ত সড়ক ছিল একেবারেই ফাঁকা।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…