• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে অটোরিক্সা শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেটঃ : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

গাজী মমিন,ফরিদগঞ্জ:
ফরিদগঞ্জ পৌরসভা কর্তৃক ইজিবাইকের জন্য ধায্যকৃত লাইসেন্স ফি প্রত্যাহার, তেলের মুল্য বৃদ্ধিসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে রিক্সা, ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ। সোমবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা সদস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে রিক্সা, ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের সভাপতি ফারুকুল ইসলাম মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ এর চাঁদপুর জেলা সমন্বয়ক শাহজাহান তালুকদার, দিপালী রানী, বাসদ উপজেলা সমন্বয়ক হারুন অর রশিদ, উপজেলা কৃষক ফ্রন্টের সভাপতি আব্দুল হক, সহসভাপতি দেলোয়ার মাঝি, সাধারণ সম্পাদক সফিকুর রহমান দেওয়ান, শ্রমিক নেতা আজাদ, মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ২য় শ্রেণীর ফরিদগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ ইজিবাইক, বাট্যারী চালিত রিক্সা নিবন্ধনের জন্য প্রতি বছরের জন্য ভ্যাট ট্যাক্সসহ ১৪ হাজার ৪শ টাকা নির্ধারণ করেছে। যা অযৌক্তিক ও অস্বাভাবিক । তারা দ্রুত তা প্রত্যাহার এবং সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারকে দ্রুত জ¦ালানি ও ভোজ্য তেলের বর্ধিত মুল্য প্রত্যাহারের দাবী জানান। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল উপজেলা সদরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…