• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন

কচুয়ায় কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা

আপডেটঃ : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
‘মুজিব বর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি’ এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় বৃহস্পতিবার দুপুরে কচুয়া থানা প্রাঙ্গনে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি,যুদ্ধকালীন কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন। তিনি বলেন, সকলের সহযোগিতায় কচুয়ায় বড় ধরনের দূর্ঘটনা ঘটেনি। সম্প্রাদায়িক সম্প্রীতি বজায় রাখা সকলের দায়িত্ব। পুলিশের একার পক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন রাখা সম্ভব নয়। তাই পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন, বিগত কয়েক বছর এ কার্যক্রমটি করোনাসহ নানান কারনে ধীরগতি থাকলেও এখন থেকে এ কার্যক্রম আরো ব্যাপক হারে বাড়ানো হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কচুয়া থানা সেকেন্ড অফিসার মো. তাজুল ইসলাম, কচুয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার সিকদার, সাধারন সম্পাদক প্রানধন দেব,যুগ্ন সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মো. নাছির উদ্দিন প্রধান,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক ও কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকির হোসেন বাটা প্রমুখ।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, কচুয়া পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মানিক. সাধারন সম্পাদক মো. খোরশেদ আলম খোকন,আশরাফপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. সফিকুর রহমান মেম্বার,গোহট দক্ষিন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. শহীদ উল্যাহ,গোহট উত্তর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক মো. দুলাল হোসেন প্রধান,পালাখাল মডেল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি দেওয়ান মো. আব্দুল হালিম, বিতারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন প্রধান প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…