• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০১:৪২ অপরাহ্ন

চাঁদপুরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মডেল থানা পুলিশের মত বিনিময় সভা

আপডেটঃ : শুক্রবার, ১ মার্চ, ২০১৯

প্রতিনিধি : চাঁদপুর শহরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মডেল থানা পুলিশের একটি জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টায় মডেল থানা অফিসার্স ইনচার্জ এর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহেদ পারভেজ চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন চাঁদপুরে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশের দায়িত্ব অপরিসীম। সৎ ও নিষ্ঠার সাথে পুলিশ তাদের দায়িত্ব পালন করতে হবে। মাদক ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে। কোন অপরাধীকে ছাড় দেওয়া যাবে না। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন তার চেয়েও বেশি শক্তিশালী পুলিশ।উপজেলা নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে।

মতবিনিময় সভায় মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসিম উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন তদন্ত ওসি হারুন-অর-রশিদ, ইনেসপেক্টর মনির আহমেদ, বাজার ফাঁড়ির ইনচার্জ শহীদ সহ মডেল থানার এসআই ও এএসআই পুলিশ কর্মকর্তারা।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…