• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে ভেসাল জাল উচ্ছেদ অভিযান পরিচালনা

আপডেটঃ : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

গাজী মমিন, ফরিদগঞ্জ:
মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ভেসাল জাল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার ১৪,১৫ ও ১৬ নং ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় সরকারি নদীতে উন্মুক্ত জলাশয়ে ভেসাল জাল ও নদীতে বাধদিয়ে মাছ শিকারের উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা।
উপজেলা ডাকাতিয়া নদী, শাখা নদীসহ উপজেলার বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে অবৈধভাবে বাঁশের বাঁধ তৈরি ও বিভিন্ন জাল দিয়ে মাছ ধরা হচ্ছিল। স্থানীয় সূত্রে এমন খবর পেয়ে অভিযান করা হয়েছে। এসময় দু’দিন ব্যাপী অভিযানে ১১ বাধ ও ৩০ ভেসাল উচ্ছেদ করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্ত ফারহানা আকতার রুমা বলেন, চলতি মৌসুমে খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে একশ্রেণির মৎস্য শিকারিরা নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছে। এতে করে দেশীয় প্রজাতির মাছ গুলো বিলুপ্ত হচ্ছে, দেশের সুস্বাদু মাছ থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। মাছ শিকারের অবৈধ উপকরণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এ.এস.আই) অরুপ বড়ুয়াসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ও মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারীরা।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…