• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে মা ইলিশ রক্ষারস্বার্থে সরকার ঘোষিত আইনবাস্তবায়নের বিষয়ে আলোচনা সভা ও র‌্যালী

আপডেটঃ : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

গাজী মমিন, ফরিদগঞ্জ:
‘ইলিশ সম্পদ রক্ষা করি, জাতীয় আয় বৃদ্ধি করি’ এ স্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ রক্ষায় আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের আয়োজনে ৪ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলী হরির, সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা’র পরিচলনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মাজুদা বেগম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটন সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। এসময় ইলিশের প্রধান প্রজনন মৌসুম চলতি মাসের ৪ থেকে ২৫ তারিখ পর্যন্ত সরকার ঘোষিত নিষিদ্ধ এই ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরন, মজুদ, বাজারজাতকরন,ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাদের বিষয়ে আইন বাস্তবায়ন ও মা ইলিশ রক্ষারস্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আলোচনা শেষে উপস্থিতিতের অংশগ্রহণে একটি র‌্যালী বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…