• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:১০ অপরাহ্ন

চাঁদপুরে শারদীয় দূর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে : এসপি মিলন মাহমুদ

আপডেটঃ : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

ফখরুল ইসলাম মজুমদার :
চাঁদপুর জেলায় সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষে জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সহিত চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) চাঁদপুর পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ পিপিএম (বার)। পুলিশ সুপার বক্তব্যে বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পূজা মণ্ডপে স্বাস্থবিধি, সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিতসহ আলাদা ভাবে বাহির ও প্রবেশ পথ রাখতে হবে। পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন তিনি। চাঁদপুরের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি এ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, আনসার ও ভিডিপি চাঁদপুর জেলা কমান্ড্যান্ট জেড এম ইমরান জিওয়াই একে, এনএসআই চাঁদপুরের ডেপুটি ডাইরেক্টর শাহ আরমান আহমেদ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁদপুরের সাধারণ সম্পাদক তমাল ঘোষ, র‌্যাব-১১ কুমিল্লার মেজর মো. সাকিব হোসাইন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ এবং জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…