• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১২:০৬ অপরাহ্ন

চাঁদপুরে করোনা ভাইরাসে আক্রান্ত ৬ হাজারের বেশি

আপডেটঃ : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

বিশেষ প্রতিনিধি :
করোনা ভাইরাসের শুরু ২০২০ সাল থেকে অদ্য পর্যন্ত চাঁদপুর জেলায় নমুনা পরীক্ষার পর করোনা সনাক্ত হয়েছে ৬ হাজার ১জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১২৯জন। বুধবার পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৫হাজার ১১জন। জেলায় করোনায় আক্রান্তের হার বাড়ছে। গতকাল ছিলো ৯৪জন।

বৃহস্পতিবার (০৮ জুলাই) চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাগেছে, জেলায় নতুন করে আরও ১০০ জনের করোনা সনাক্ত হয়েছে। ২৪২ জনের নমুনা পরীক্ষা করে ১০০ জনের রিপোর্ট পজেটিভ আসে। ১৪২ জনের রিপোর্ট নেগিটিভ। সনাক্তের হার ৪১.৩২%।

ভাষাবীর এম এ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা অনুযায়ী ১৮৮টির মধ্যে ৭৯টি পজিটিভ এসেছে। আর র‌্যাপিড এন্টিজেন টেস্ট রিপোর্ট অনুযায়ী ৫৪টি নমুনার মধ্যে ২১ টি পজিটিভ এসেছে।

নতুন করে সনাক্তদের মধ্যে মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৪৪ জন, হাজীগঞ্জ উপজেলায় ১১ জন, শাহরাস্তি উপজেলায় ৩১ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৫ জন, মতলব দক্ষিণ উপজেলায় ১ জন, মতলব উত্তর উপজেলায় ৫ জন, হাইমচর উপজেলায় ১ জন ও কচুয়া উপজেলায় ২ জন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…