• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন

জনগণ যাতে হয়রানি মুক্ত হয় তার জন্যেই অনলাইন সেবা : জেলা প্রশাসক চাঁদপুর

আপডেটঃ : সোমবার, ৭ জুন, ২০২১

রেশমা আকতার :
চাঁদপুরের ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তথ্য কেন্দ্র কাম-সেবা ডেস্কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

রোববার (৬ জুন) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সস্মুখে এ সেবা ডেস্কের উদ্বোধনের আয়োজন করা হয়।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, অনলাইনে ভূমি মালিকেরা এন্ট্রি করলে নিজেরা ঘরে বসেই ভূমি সংক্রান্ত সব তথ্য পেয়ে যাবেন। এটি যাতে সহজলভ্য হয়, জনগণ যাতে হয়রানি মুক্ত হয় তার জন্যেই এ অনলাইন সেবা দেয়া হচ্ছে। আমরা যদি সচেতন হই তাহলে আমরা বিভিন্ন ধরণের হয়রানি থেকে নিজের রক্ষা করতে পারবো।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমতিয়াজ হোসেন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত চক্রবর্তী, সতর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সহকারী কমিশনার (ভূমি) মো. হেলাল উদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.ছামিউল ইসলাম প্রমূখ।

এসময় অনলাইনে আবেদন করা কয়েকজনকে তাতের ভূমি সংক্রান্ত কাগজপত্র হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, চাঁদপুরের ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে প্রতিটি উপজেলাতেই এধরণের তথ্য কেন্দ্র কাম-সেবা ডেস্ক স্থাপন করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…